রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কবি ফারুকী

শোবিজ প্রতিবেদক

কবি ফারুকী

সম্প্রতি জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এবার তিনি কবি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। বের করবেন কবিতার বই ‘কবিতার খালাতো বোন’। তিনি ফেসবুকে লেখেন, ‘বয়সের কারণে না অন্য কিছু জানি না, ইদানীং আর ইন্টারভিউ জিনিসটা খুব একটা এনজয় করি না! এরকম একটা অবস্থায় আমি যখন বারান্দায় শুইয়া ঠ্যাং উঁচাইয়া রোদ পোহাইতেছিলাম তখন মিতুল আহমেদ আমারে ধরল! আর কেমনে কেমনে এই কথা সেই কথায় আমারে ইন্টারভিউর মতো কিছু একটার ফাঁদে ফেইলা দিল! এক পর্যায়ে সে প্রশ্ন করল, ফেসবুকে কবিতা প্রকাশই যদি করেন তো কবিতার বই কেন বের করতেছেন না? বললাম, শরমে! বহু বছর বহু প্রকাশক ভাই-বন্ধু বলার পরেও শরম কাটাইতে পারি নাই! আর তাছাড়া আমি নিশ্চিতও না আমি যা লিখি ওইটারে কবিতা বলা যায় কি না! মিতুলের সঙ্গে কথা বলতে বলতে মনে হইল, কবিতা না হোক, কবিতার খালাতো বোন তো বলাই যাইতে পারে! সুতরাং যা এত বছরেও পারি নাই, তা এই দুই মিনিটেই নির্ধারিত হইল!’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর