রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বীকৃতিতে আপ্লুত শাহাবুদ্দিন

শোবিজ প্রতিবেদক

স্বীকৃতিতে আপ্লুত শাহাবুদ্দিন

ওস্তাদ করিম শাহাবুদ্দিন বাংলাদেশের সংগীতে নিভৃতচারী এক ব্যক্তিত্ব। সংগীতে তাঁর অবদানের তুলনায় তিনি বরাবরই প্রচারবিমুখ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করার পর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নজরুল ও উচ্চাঙ্গ সংগীতে অধ্যয়ন করেন। তিনি সমগ্র ভারতে নজরুল সংগীতে প্রথম এবং উচ্চাঙ্গ সংগীতে তৃতীয় স্থান অর্জন করেন। ওস্তাদ করিম শাহাবুদ্দিনকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান সংগীতের বিভিন্ন উপাধিতে ভূষিত করে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- মনীন্দ্র সংগীত তীর্থ (কলকাতা) থেকে ২০০২ সালে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি অমিতাভ লালা কর্তৃক ‘সংগীতাচার্য’ এবং ২০২০ সালে নজরুল একাডেমি (বাংলাদেশ) থেকে ‘ওস্তাদ’ উপাধি লাভ করেন। এ পর্যন্ত ওস্তাদ করিম শাহাবুদ্দিনের চারটি নজরুল এবং তিনটি উচ্চাঙ্গ সংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। সম্প্রতি চারুকেশী রাগে বাংলা খেয়াল (আজাদ রহমান সৃষ্ট) পরিবেশন করে, উচ্চাঙ্গ সংগীতে (কণ্ঠ) ১৫তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০২০ অর্জন করেন ওস্তাদ করিম শাহাবুদ্দিন। এই স্বীকৃতি পেয়ে তিনি আপ্লুত।

সর্বশেষ খবর