বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এমিলের দেড় শতাধিক!

শোবিজ প্রতিবেদক

এমিলের দেড় শতাধিক!

দিনকে দিন যেন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এ সময়ের সবচেয়ে ব্যস্ততম সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক আপেল মাহমুদ এমিল। ২০০৩ সাল থেকে পুরোদমে সংগীতাঙ্গনে পথচলা শুরু। অবাক করা ব্যাপার হচ্ছে- তার আবহসংগীত পরিচালনায় দেড় শতাধিক নাটক এ পর্যন্ত প্রকাশ হয়েছে! উল্লেখযোগ্য একক নাটক হচ্ছে-  ‘প্রিয়তমেষুু, ‘প্রতীক্ষা’, ‘তোমায় ভেবে লেখা’, ‘শেষটা অন্যরকম ছিলো’, ‘হ্যালো শুনছেন?’, ‘সাবলেট’, ‘কেইস ৩০৪০’, ‘বেস্ট ফ্রেন্ডস ২’, ‘ব্রেকিং নিউজ’,  ‘মি. এন্ড মিসেস চাপাবাজ ১ এবং ২’,  ‘নতুন গল্পের প্লট’ সহ বেশকিছু ধারাবাহিক। নাটকের গানে কণ্ঠ দেওয়া ছাড়াও করেছেন অসংখ্য নাটকের সংগীত পরিচালনা। তার প্রথম অ্যালবাম ২০১১ সালে প্রকাশিত ‘স্বপ্ন পূরণ’। ২০১৪ সালে ‘হ্যাপিনেস ইজ হোয়াট?’-এর মাধ্যমে আবহসংগীত পরিচালক হিসেবে নাটকে আত্মপ্রকাশ এমিলের।  সম্প্রতি এমিলের সুর-সংগীত এলিটার ‘সঙ্গী হয়ে তোমার’ গানটি প্রকাশ হয় ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর