বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ফেরদৌসের প্রাণের শহর

শোবিজ প্রতিবেদক

ফেরদৌসের প্রাণের শহর

 দীর্ঘ সময় পর নিজের প্রাণের শহরে ফিরে অভিভূত অভিনেতা ফেরদৌস। নারায়ণগঞ্জেই কেটেছে তাঁর শৈশব। মঙ্গলবার তিনি এসেছিলেন এখানে। বললেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি নারায়ণগঞ্জের চাষাঢ়া ঢুকেই। আমার সেই স্মৃতিতে আজকে নারায়ণগঞ্জে এসেছি। আমার বন্ধু ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে ধন্যবাদ। আসলে ও মাঝেমধ্যে এমন সব কাজ করে আমি বিস্মিত হয়ে যাই। যেমন আজকে বলল তোকে একটা পূজায় নিয়ে যাব। আমাকে বলেনি কোথায়। নারায়ণগঞ্জের আমলাপাড়া, যেখানে অনেক বছর আগে আসতাম। নারায়ণগঞ্জ হাইস্কুলে এক বছর পড়েছি। এখানকার সব জায়গা আমার ভীষণ পরিচিত। দুর্ভাগ্যবশত আমি নারায়ণগঞ্জ থেকে চলে যাওয়ার পর আর কোনো দিন এখানে আসা হয়নি। আজকে এসে আমার ভীষণ আনন্দ লাগছে। তিনি বলেন, আমার অত্যন্ত প্রাণের এ শহর। আমার বেড়ে ওঠার সঙ্গে আজকে আমি ফেরদৌস হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে এ শহর। কারণ শিল্প-সংস্কৃতির দিক দিয়ে নারায়ণগঞ্জ প্রচণ্ড ধনী। নারায়ণগঞ্জের মানুষ ভীষণ সংস্কৃতিমনা। আমি নিজেও ছোটবেলায় বুঝতাম না হিন্দু, মুসলমানের কী তফাৎ। ঈদে আমার হিন্দু বন্ধুরা আমাদের বাড়িতে আসত, পূজায় আমরা তাদের বাড়িতে যেতাম।  আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর