শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
এক ঝলক

মিলনের ‘ছলনা’

শোবিজ প্রতিবেদক

মিলনের ‘ছলনা’

প্রায় এক যুগ আগে ‘সখি ভালোবাসা কারে কয়’ দিয়ে শুরু। প্রথম গানেই বাজিমাত। এরপর শুধুই এগিয়ে চলা। ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেম রোগ’, ‘কত যে ভালোবাসি’, ‘বাঁচবো বলো কীভাবে’, ‘ডানাকাটা পরী’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। গানের পাশাপাশি সুনাম কুড়িয়েছেন সুরকার হিসেবেও। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে প্রকাশিত হয়েছে মিলনের গান ছলনা। প্রসেনজিত মণ্ডলের কথায় গানটির সুর করেছেন মিলন নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। গানের কথার সঙ্গে মিল রেখে ব্যতিক্রমী গল্প আর মনোমুগ্ধকর লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে অভিনয় করেছেন কাজী আসিফ ও মাখনুন সুলতানা মাহিমা। আছে মিলনের উপস্থিতিও। গান প্রসঙ্গে মিলন জানালেন, ‘ছলনা’ একটি স্যাড রোমান্টিক ঘরানার গান। প্রেমিক হৃদয়ের কষ্ট, আকুতি ফুটে উঠেছে এই গানে।  গানটি প্রকাশের পর থেকে শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর