গত বছরের ২২ জুন বাংলাদেশ টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন হায়দার হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সুরকার মোস্তাক আহমদ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা তিমির নন্দীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এবার এই সমিতির উপদেষ্টা নিযুক্ত হলেন পীরজাদা শহিদুল্লা হারুন, ডিআইজি মুঞ্জুরুল কবির চৌধুরী। আর জি এম হিসেবে থাকছেন মোশতাক আহমেদ। এর আগে এই সমিতির সহসভাপতি হিসেবে রয়েছেন বাদশা বুলবুল, কাজী জামাল ও হাফিজুর রহমান। উপদেষ্টা হিসেবে রয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক জায়েদ খান এবং নাট্যকার কামাল খান ও কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। সভায় উপস্থিত ছিলেন তিমির নন্দী, হায়দার হোসেনসহ আরও অনেকে।