রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জেলেজীবনে গাঙকুমারীর মা জুঁই

শোবিজ প্রতিবেদক

জেলেজীবনে গাঙকুমারীর মা জুঁই

সরকারি অনুদান পাওয়া ‘গাঙকুমারী’ সিনেমাটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। সাধনা আহমেদের রচনায় সিনেমাটির সিনেমাটোগ্রাফার সাহিল রনি। এ সিনেমার প্রায় ৬২% অংশের শুটিং হয়েছে। সিলেটের সুনামগঞ্জের হাসাউড়া এলাকার মনোমুগ্ধকর বেশকিছু লোকেশনে গত বছরের ১৫ নভেম্বর থেকে এটির শুটিং শুরু হয়। ভাটি অঞ্চলের জেলেজীবন নিয়ে নির্মিতব্য এ সিনেমাটিতে জেলেকন্যা ‘গাঙকুমারী’র চরিত্রে অভিনয় করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী  তাহুয়া লাভিব তুরা। আর ‘গাঙকুমারী’র মায়ের চরিত্রে দেখা যাবে রোবেনা রেজা জুঁইকে। তিনি বলেন, ‘গাঙপাড়ে বসবাসরত জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা নিয়ে এ সিনেমাটি। আমার ৮০% অংশের শুটিং হয়েছে। সিনেমার কিছু অংশের শুটিং বাকি। নৌকাবাইচ দৃশ্য, মোশাররফের অংশসহ কম্বাইন্ড কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। বাকি অংশের শুটিং মোশাররফের ডেটের ওপর নির্ভর করছে।’

সর্বশেষ খবর