অর্থ প্রতারণার অভিযোগে জামিনের অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির কথা শোনা গিয়েছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। এতদিন চুপ ছিলেন এই অভিনেত্রী। মঙ্গলবার জানান, কোনো গ্রেফতারি পরোয়ানা নেই তাঁর বিরুদ্ধে। গুজবে কান দিতে নিষেধ করেছেন তিনি। দিল্লিতে একটি ফ্যাশন অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজক প্রমোদ শর্মার কাছ থেকে টাকা নিয়েছিলেন সোনাক্ষী সিনহা। অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। চুক্তিপত্রে সই করার পরও সে অনুষ্ঠানে উপস্থিত হননি এই অভিনেত্রী।
এমন ঘটনার পরই মোরদাবাদের কাটঘার পুলিশ স্টেশনে সোনাক্ষী সিনহার বিরুদ্ধে ৩৭ লাখ রুপি প্রতারণার মামলা করেছেন প্রমোদ শর্মা।
অবশেষে সোনাক্ষী সিনহা বলেন, ‘দয়া করে এসব ভুল খবর তুলে ধরবেন না। এটা শুধু আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টামাত্র। আমার বিরুদ্ধে কোনোরকম গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি।’