জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ ‘শিউলিমালা’। এই গ্রন্থের একটি ছোট গল্প ‘অগ্নিগিরি’। ময়মনসিংহের ত্রিশালের পটভূমিতে রচিত নাটকটি। এবার নজরুল জন্মজয়ন্তীতে ‘অগ্নিগিরি’ অবলম্বনে বিটিভি নির্মাণ করেছে নাটক ‘অগ্নিগিরি’। নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত এবং প্রযোজনা ও পরিচালনায় নূর আনোয়ার রনজু। এটিতে নসীব মিয়া, সবুর ও নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইমতিয়াজ বর্ষণ ও জেসমিন আরা। আরও অভিনয় করেছেন মিলি মুনশী, আনোয়ার শাহী, নাজিম উদ্দিন প্রমুখ। নাটকটি প্রচারিত হবে আজ রাত ৯টায়।