মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

বন্যার্তদের পাশে তারকারা

বন্যার্তদের পাশে তারকারা

বানভাসিদের জন্য ১০ ট্রাকের মধ্যে প্রথম ধাপে আজ ২ ট্রাক খাবার পাঠিয়েছেন ডিপজল, ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন অনন্ত জলিল

ভয়াবহ বন্যায় ভাসছে দেশ। পানিবন্দি মানুষের দুর্দশা বাড়ছে। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন শোবিজ তারকারা। তাদের নিয়ে লিখেছেন - পান্থ আফজাল

হু হু করে পানি ঢুকছে ঘরে। প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা মিলে আশ্রয় নিচ্ছে ছাদে। ত্রাণসামগ্রীর অভাবে বেশির ভাগই না খেয়ে দিন পার করছে। আবার কেউ বা বসতভিটা ছেড়ে পাড়ি জমাচ্ছে অন্যত্র। গৃহপালিত পশু-পাখি মরে পানিতে ভেসে যাচ্ছে। সিলেট-সুনামগঞ্জের প্রায় বাড়িঘরই পানিতে নিমজ্জিত। বিদ্যুৎ সরবরাহ বন্ধ, পানিতে ডুবে যাওয়ায় সারা দেশের সঙ্গে সড়ক ও রেলযোগাযোগ বন্ধ বানভাসি এলাকার মানুষের। এমন অবস্থায় শোবিজ তারকারা বানভাসি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বানভাসিদের জন্য ১০ ট্রাক খাবার পাঠানোর ঘোষণা দেওয়ার পর তা বাস্তবায়নও করলেন খল-অভিনেতা ডিপজল। ডিপজল জানান, ‘প্রতি সপ্তাহে ২ ট্রাক খাবার সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাঠানোর উদ্যোগ নিয়েছি। আজ যাচ্ছে। এর মধ্যে থাকছে চিড়া-গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশু খাবার।’ সদ্য মুক্তি পাওয়া আদর-বুবলী অভিনীত সৈকত নাসিরের ‘তালাশ’র টিকিট বিক্রির টাকাও যাচ্ছে বন্যার্তদের সহায়তায়। তবে টাকার অঙ্ক বলতে চাননি পরিচালক। গোপন রাখতেই চান তিনি। দেশের ৫৩টি হলে মুক্তি পাওয়া এ সিনেমার পরিচালক সৈকত নাসির জানিয়েছেন এ খবর। অন্যদিকে ৪১ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘অমানুষ’ টিম তাদের সিনেমা থেকে প্রাপ্ত আয় সিলেট ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষদের দেওয়ার উদ্যোগ নিয়েছে। নির্মাতা অনন্য মামুন, অভিনেতা নিরব, মিথিলা, মিশা ও নওশাবা বিষয়টি জানিয়েছেন। খাদ্যসামগ্রী নিয়ে বন্যাকবলিত এলাকায় আজ যাচ্ছে ‘অমানুষ’ টিম। এক পোস্টে এ কথা জানিয়েছেন সিনেমাটির নায়ক নিরব হোসাইন। এ সময় প্যাকেটজাত খাদ্যসামগ্রীর একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। নিরব ক্যাপশনে লেখেন, ‘দান কীভাবে করবেন তা আপনার ব্যাপার, তবে আপনার কোনো কাজ যদি মানুষকে উৎসাহ প্রদান করে তা প্রচার করা দরকার। ‘অমানুষ’ টিম ৫০০ পরিবারের জন্য সাহায্য নিয়ে যাচ্ছে সুনামগঞ্জের উদ্দেশ্য।’ ‘অমানুষ’ টিম প্রথম ধাপে আজ বন্যাকবলিতদের শুকনো খাবার-মুড়ি, চিড়া, কেক, বিস্কুট, বিশুদ্ধ পানি, গুড়, মোমবাতি, দিয়াশলাইসহ আরও কিছু প্রয়োজনীয় জিনিস প্যাকেট করে দুর্যোগকবলিতদের মাঝে পৌঁছে দেবে।’ অভিনেতা আবদুন নুর সজলও দাঁড়ালেন বন্যার্তদের পাশে। তিনি সম্প্রতি কাজ করছিলেন মাবরুর রশীদ বান্নাহর একটি নাটকে। তিনি বলেন, ‘আমি বিষয়টি গোপন রাখতে চাই। টাকার অঙ্কটা বলতে চাই না। বান্নাহ কাজের অর্ধেক পারিশ্রমিক নিয়ে বাকিটা বন্যাদুর্গতদের জন্য দিচ্ছি।’ বান্নাহ উদ্যোগ নিয়েছেন, এই  কাজ শেষ হলেও তার টিমসহ সবাই চলে যাবে দুর্গত এলাকায়। এই টাকা প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবারকে দেওয়া হবে। অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল গতকাল ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন বন্যাদুর্গতদের। পাশাপাশি তার এজেআই ও এবি গ্রুপের অফিস কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য রেসকিউ টিম গঠন করতে। বানভাসিদের ১৬ লাখ টাকার সহায়তা পৌঁছে দিয়েছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের শিল্পী তাশরীফ খান। মধু হই হই নিয়ে আলোচনায় আসা গায়ক ইমরান হোসেন প্রায় ২ লাখ টাকার ফান্ড গঠন করে বিভিন্ন শিশুখাদ্য, ওষুধ, চিড়া, গুড়, মুড়িসহ প্রয়োজনীয় খাবার পৌঁছে দিচ্ছেন আজ। তিনি নিয়মিত তহবিল গঠনের উদ্যোগীও হয়েছেন। সম্প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শাকিব খান। তিনি যুক্তরাষ্ট্র থেকে তহবিল সংগ্রহের ডাকও দিয়েছেন। এদিকে সবাইকে সিলেট-সুনামগঞ্জের পাশে দাঁড়াতে জয়া আহসানও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘হৃদয়ের অন্তস্থল থেকে সবার জন্য প্রার্থনা করছি, শিগগিরই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সব মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক। প্রশাসনের সঙ্গে সঙ্গে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টাই করতে হবে।’ চিত্রনায়িকা রোজিনাও বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা সবাই সবার সামর্থ্য অনুযায়ী সিলেটবাসীর এমন দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের পাশে দাঁড়াই। সাহায্যের হাত বাড়িয়ে দেই। এটি মানব কল্যাণের জন্য একটি মানবিক আবেদন।’ এদিকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন উপস্থাপক হানিফ সংকেত। পাশাপাশি বিত্তবানদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি। বন্যাকবলিত এলাকার ছবি ও ভিডিও  দেখে সুদূর অস্ট্রেলিয়া থেকে বন্যার্তদের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। শোবিজ তারকারা নিজেদের সাহায্যের পাশাপাশি সাহায্যের আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কণ্ঠতারকা আসিফ আকবর বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে থাকব, আপনিও প্রস্তুত থাকুন। বেঁচে থাকার লড়াই চলবে। আল্লাহ ভরসা।’ চিত্রনায়ক সিয়াম বলেন, ‘সবাই মিলে চলুন এখনই পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দেই সুনামগঞ্জ-সিলেটবাসীর জন্য।’ গায়ক-অভিনেতা তাহসান খান বলেন, ‘আগেও একবার বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, সাড়া পেয়েছিলাম অভাবনীয়। সেই সাহসেই দ্বিতীয়বার দাঁড়াই করোনায় বিপর্যস্ত মানুষের পাশে। এবার সিলেটে বন্যাদুর্গত মানুষের পাশেও দাঁড়াবে সমন্বয়।’ নায়ক সাইমন সাদিক বলেন, ‘সিলেটের মানুষের জন্য সাধ্য অনুযায়ী অন্তত শুকনো খাবারের ব্যবস্থা করতে পারলেও সহযোগিতা করা হবে। ‘কলিজার গ্রাম’র পক্ষ থেকে কয়েক দিনের মধ্যে টিম নিয়ে সেখানে যাওয়া হবে। আপনাদের সাধ্য অনুযায়ী সবার কাছে সহযোগিতা প্রত্যাশা করছি।’ এ ছাড়াও তানভীন সুইটি, শাহরিয়ার নাজিম জয়, লিংকন, জে কে মজলিস, বাপ্পী চৌধুরী, নিরব, তানজিন তিশা, মেহজাবীন, আফরান নিশো, অপূর্ব, জোভান, মোশাররফ হোসেন, স্পর্শিয়া, শবনম ফারিয়া, ব্যান্ড দল চিরকুট, শহরতলী, শূন্যসহ চলচ্চিত্র, নাটক, মঞ্চ ও সংগীতাঙ্গনের অনেকেই বানভাসি মানুষের পাশে থাকার প্রতিজ্ঞা করেছেন।

সর্বশেষ খবর