শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা
মনিরা মিঠু- নাজিম জয়

নাটক আম্মাজান

শোবিজ প্রতিবেদক

নাটক আম্মাজান

দীর্ঘদিন পর একক নাটকের মূল ভূমিকায় অভিনয় করলেন উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। নাটকের নাম আম্মাজান। মাইদুল রাকিবের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকে জয়ের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মনিরা মিঠু। পরিচালক মাইদুল রাকিব জানালেন, ২৩ বছর আগে নির্মিত সিনেমা ‘আম্মাজান’ থেকে অনেকটা অনুপ্রাণিত হয়ে একজন সন্তানের মায়ের প্রতি ভালোবাসা, পাগলামি নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। মাইদুল রাকিব বলেন, ‘আম্মাজান সিনেমায় অভিনেতা-অভিনেত্রী হিসেবে মা, নায়ক, নায়িকা, ভিলেন নিয়ে যেভাবে সাজানো হয়েছিল; সেভাবেই ছোট্ট পরিসরে সাজানোর চেষ্টা করছি। তবে গল্পটা আমাদের মতো করে সিনেম্যাটিকভাবে সাজিয়েছি।’ এদিকে নিজেকে মান্নার ভক্ত উল্লেখ করে নাজিম জয় বললেন, ‘এই নাটকে মান্না ভাইকে অনুসরণ করে অভিনয় করেছি।’ ‘আম্মাজান’ নাটকে আরও অভিনয় করেছেন তানজিম অনিক, বন্নি প্রমুখ।  ঈদুল আজহার অনুষ্ঠানমালায় নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। পরপরই ইউটিউবে অবমুক্ত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর