বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

মনস্তাত্ত্বিক গল্পে ‘জহরে কহরে’

শোবিজ প্রতিবেদক

শর্টফিল্ম ‘জহরে কহরে’। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকায়েত রাব্বি। গল্প মূলত মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার। যেখানে একটি নির্জন বাড়ি ও তিনজন মানুষের সম্পর্কের গল্প বলা হয়েছে। বেঙ্গল মিটস প্রেজেন্টস পাওয়ার্ড বাই এসকিউ কেবলসের এ শর্টফিল্মটিতে অভিনয় করেছেন আশিষ খন্দকার, মৌসুমী মৌ, সৈয়দা তাসমিম পুঁথি ও মোহাম্মদ সালমান। আলফা-আইয়ের ব্যানারে নির্মিত ‘গল্পকল্পদ্রুম’ সিরিজের এই শর্টফিল্মটি প্রযোজনায় শাহরিয়ার শাকিল এবং ক্রিয়েটিভ প্রযোজক আনিমেষ আইচ। রাব্বি বলেন, ‘বর্তমান সময়ের একটা গল্প বলার চেষ্টা করেছি। বাকিটা দর্শকের ওপর।’ আশিষ খন্দকার বলেন, ‘আমার চরিত্রের নাম মির্জা গালিব। জহরে কহরে টেকসই মির্জা গালিবের টুপি।’ মৌসুমী মৌ বলেন, ‘এটি করতে গিয়ে ভিন্ন স্বাদ পেয়েছি। সবার ভালো লাগবে।’ আজ দীপ্তটিভিতে রাত ১২টা ২০ মিনিটে এবং একই সঙ্গে বায়োস্কোপে অবমুক্ত হবে এটি।

সর্বশেষ খবর