বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আইএফআই আসরে ‘সাঁতাও’

শোবিজ প্রতিবেদক

আইএফআই  আসরে ‘সাঁতাও’

‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র ৫৩তম আসরে মনোনীত হয়েছে গণঅর্থায়নে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’। আগামী ২০-২৮ নভেম্বর ভারতের গোয়া শহরে উৎসবের ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শরিফ উল আনোয়ার সজ্জন। পরিচালক খন্দকার সুমনের প্রথম পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’। আগামী ২৭ জানুয়ারি, ২০২৩ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্র ‘সাঁতাও’। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’। চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক। ‘সাঁতাও’ চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন। সম্পাদনা, রং-বিন্যাস, এফেক্ট ও টাইটেল, সাউন্ড ডিজাইন ও সাউন্ড মিক্সিং করেছেন সুজন মাহমুদ, আবহ সংগীত করেছেন মাহমুদ হায়াৎ অর্পণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর