বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

হুমায়ূন আহমেদ চলচ্চিত্র নিয়ে সেমিনার

শোবিজ প্রতিবেদক

হুমায়ূন আহমেদ চলচ্চিত্র নিয়ে সেমিনার

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে গতকাল অনুষ্ঠিত হয় ‘হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের শিল্পরূপ’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও সাংবাদিক খোন্দকার এরফান আলী। প্রবন্ধের ওপর আলোচনা করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান, গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক বিশিষ্ট নাটক ও চলচ্চিত্র সমালোচক ড. শাহাদাৎ রুমন। স্বাগত আলোচনা করেন ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর। এ ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট পরিচালক ও গবেষকগণ।

সর্বশেষ খবর