শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শুরু হলো রবীন্দ্রসংগীত উৎসব

শোবিজ প্রতিবেদক

শুরু হলো রবীন্দ্রসংগীত উৎসব

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী ৩৩তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব-২০২২ গতকাল শুরু হয়েছে। সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে উৎসবটি শুরু হয়। এবারের স্লোগান ‘চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দুর্জয় প্রাণের আনন্দে’। কবিগুরু রবীন্দ্রনাথের গান নিয়ে গত ৩২টি উৎসবের মতো এবারও দুই দিনব্যাপী ৩৩তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উৎসবে সম্মাননা জানানো হয় স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য বাচিক শিল্পী আশরাফুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য সংগীত শিল্পী মো. রফিকুল আলমকে।  উৎসবটি উৎসর্গ করা হয়েছে করোনাকালীন থেকে আজ পর্যন্ত যেসব শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কবি ও সংস্কৃতিজন পরলোকগমন করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে।

 

সর্বশেষ খবর