বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
জাপানে ইয়ামাগাতা চলচ্চিত্র উৎসব

তানভীর মোকাম্মেলের দুই প্রামাণ্যচিত্র

শোবিজ প্রতিবেদক

তানভীর মোকাম্মেলের দুই প্রামাণ্যচিত্র

আগামী বছরের ৫-১২ অক্টোবর জাপানে অনুষ্ঠেয় ‘১৮তম ইয়ামাগাতা আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব’-এ তানভীর মোকাম্মেলের দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওই চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য তানভীর মোকাম্মেলের ‘মধুমতীপারের মানুষটি : শেখ মুজিবুর রহমান’ ও ‘সীমান্তরেখা’ প্রামাণ্যচিত্র দুটি নির্বাচন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে ‘মধুমতীপারের মানুষটি : শেখ মুজিবুর রহমান’ প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে এবং ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা’। এ প্রসঙ্গে তানভীর মোকাম্মেল বলেন, ‘এটি আনন্দের যে জাপানে অনুষ্ঠেয় ১৮তম ইয়ামাগাতা আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব-২০২৩-এ আমার নির্মিত দুটি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। আশা করি যারা দেখবেন তাদের কাছে চলচ্চিত্র দুটি ভালো লাগবে।’

সর্বশেষ খবর