প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল ঢাকাই ফিল্মের সিক্সপ্যাক নায়ক আরিফিন শুভর পুলিশ অ্যাকশন সিনেমা ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’। ফলে আগামী ১৩ জানুয়ারি এটি মুক্তিতে আর কোনো বাধা নেই।
রবিবার সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। এরপর মঙ্গলবার বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়। একইসঙ্গে সেন্সর বোর্ডে সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন। এ প্রসঙ্গে সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি।