সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভালো আছেন অভিনেতা ফারুক

 শোবিজ প্রতিবেদক

ভালো আছেন অভিনেতা ফারুক

সুস্থ হয়ে উঠেছেন এবং ভালো আছেন অভিনেতা ফারুক। তবে তার কর্তব্যরত চিকিৎসক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. লাইয়ের পরামর্শে ফলোআপের জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তাকে সিঙ্গাপুরেই থাকতে হবে। এরপর সব ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহ নাগাদ দেশে ফিরতে পারেন তিনি। গতকাল এমন তথ্য জানালেন ফারুকের চিকিৎসার তত্ত্বাবধানে থাকা তারই ভাগ্নে ফৌজিয়া আক্তার লিমা। দুই বছর ধরে ওই হাসপাতালে ফারুকের চিকিৎসা চলছে। এদিকে সেখানে সঙ্গে থাকা ফারুকের স্ত্রী ফারহানা পাঠান জানান, ‘আপনাদের ফারুক ভাই এখন সম্পূর্ণ সুস্থ। শারীরিক কোনো জটিলতা নেই। দেশবাসীর দোয়া ছিল বলেই আমরা এখন তার হাসিমুখ দেখতে পাচ্ছি। তিনি আরও বলেন, দেশে আসার জন্য ফারুক উদগ্রীব। জমে আছে সংসদীয় এলাকার অনেক কাজকর্ম। দেশে ফিরে কাজগুলো সারবেন বলেছেন। আগামী মার্চেই দেশে আসার কথা রয়েছে।’ ফারহানা পাঠান জানান, ‘আমি সারাক্ষণই ফারুকের সঙ্গে ছায়ার মতো আছি। দুজন গল্প করছি। এ জন্য সব সময় সে খোশমেজাজেই থাকে। ইবাদত-বন্দেগি করে সময় কাটছে তার। কিছু সময় ঘুমিয়ে কাটে। অনেকেই ফোন করে খোঁজখবর নিচ্ছেন। মাঝে মাঝে এলাকার মানুষের সঙ্গে অল্পস্বল্প কথা বলছেন।’ ২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চরক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ছিল পুরনো বেশ কিছু শারীরিক জটিলতাও। চার মাস ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। সেমি কোমায় কেটেছে আরও চার মাস। কয়েক মাস তার শারীরিক অবস্থার কখনো উন্নতি, আবার কখনো অবনতি হয়েছে। ছিল নানা শঙ্কাও। তবে কখনো হাল ছাড়েননি তার পরিবারের সদস্যরা, চালিয়েছেন চিকিৎসা। মাঝে শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, তাকে দীর্ঘদিন লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।  নায়ক ফারুক পাঁচ দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অভিনয় করেন বহু দর্শকপ্রিয় চলচ্চিত্রে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে এমপি নির্বাচিত হন তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর