শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
আজ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

পাঁচ ভেন্যুতে ৭১ দেশের ২৫২ চলচ্চিত্র

শোবিজ প্রতিবেদক

পাঁচ ভেন্যুতে ৭১ দেশের ২৫২ চলচ্চিত্র

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পর্দা উঠছে আজ। উৎসবটির ২১তম এই আসরের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক, আলোকিত সমাজ’। এবারের আয়োজনে মোট ৭১টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হবে। এগুলো দেখা যাবে রাজধানীর পাঁচটি ভেন্যুতে। আজ বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য সালমান এফ রহমান। আট দিনব্যাপী এই উৎসবে মোট ১০টি বিভাগে সিনেমাগুলো দেখানো হবে। বরাবরের মতো এবারও ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ এবং স্টার সিনেপ্লেক্স।

সর্বশেষ খবর