মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নূতনের ক্ষোভ

 শোবিজ প্রতিবেদক

নূতনের ক্ষোভ

‘সাংগঠনিক দক্ষতা সবার থাকে না। অর্থ দিয়েও এটা পাওয়া যায় না; ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। এই দক্ষতার অভাবে চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক তার নিজস্বতা হারিয়েছে। একনায়কতান্ত্রিকতার কারণে এভাবেই আস্তে আস্তে শিল্পীশূন্য সমিতি হবে। শুধু করার জন্য আর বলার জন্য, কোনো কিছু না করাই ভালো।’ কথাগুলো এভাবেই বলেন নায়িকা নূতন। চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের একাংশকে দেখা যায়নি। এই তালিকায় ছিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজল, মাসুম পারভেজ রুবেল, আলীরাজ, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, জয় চৌধুরীকে। এ ছাড়া কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে জয়ী অমিত হাসানও বনভোজনে অংশ নেননি।  বড় মাপের কোনো তারকা পিকনিকে যাননি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর