শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
আরণ্যকের ৫০ বছর

আট দিনে ৯ নাটক

শোবিজ প্রতিবেদক

‘থিয়েটারের নতুন বার্তা বিধ্বস্ত পৃথিবীর জন্য’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করতে যাচ্ছে আরণ্যক নাট্যদল। এ উপলক্ষে আয়োজন করা হচ্ছে আট দিনের নাট্যোৎসব। আগামী ২৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে। এই আট দিনে আরণ্যকের নতুন ও পুরনো ৯টি নাটক মঞ্চস্থ হবে। সেই সঙ্গে রয়েছে বহিরাঙ্গনের উন্মুক্ত অনুষ্ঠান। সঙ্গে সেমিনার, যন্ত্রসংগীত, প্রকাশনা উৎসবসহ নানা আয়োজন সাজিয়েছে দলটি। নাট্যোৎসবে নিয়মিত চারটি নাট্য প্রযোজনার পাশাপাশি নবরূপে মঞ্চে ফিরছে পুরনো পাঁচটি নাট্য প্রযোজনা। নাটকগুলো হলো- ‘নানকার পালা’, ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘ময়ূর সিংহাসন’, ‘রাজনেত্র’, ‘কবর’, ‘রাঢ়াঙ’, ‘কহে ফেসবুক’। আরণ্যকের প্রধান মামুনুর রশীদ বলেন, প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন একটি বড় ঘটনা। আগামী ২৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর