বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সানির পরিকল্পনায় ‘ক্যান্সার’ সচেতনতায় ১২ শিল্পী

শোবিজ প্রতিবেদক

সানির পরিকল্পনায় ‘ক্যান্সার’ সচেতনতায় ১২ শিল্পী

ক্যান্সার সচেতনতায় গান গাইলেন হালের ১২ কণ্ঠশিল্পী। সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদের পরিকল্পনা ও উদ্যোগে ‘ক্যান্সার’ শিরোনামের গানটির কথা লিখেছেন নীহার আহমেদ। সুর করেছেন বেলাল খান। মিউজিক করেছেন রিয়েল আশিক। এই গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীরা হলেন প্রমিত কুমার, মুন, সানিয়া রমা, পূর্ণ মিলন, সানি আজাদ, রিয়েল আশিক, রাইসা খান, ফারদিন খান, রুমি খান, ইবনে সালমা, নাদিরা মুক্তা এবং আতিক ইসলাম। গানটির ভিডিও পরিচালনা করছেন ওয়াহিদ বিন চৌধুরী। এই গানটি প্রসঙ্গে সানি আজাদ বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সম্প্রতি আমার বড় বোন কোলন ক্যান্সারে মারা গেছেন। তার মৃত্যু আমাকে নাড়িয়ে গেছে। এ রোগ শুধু ব্যক্তিকে নয়; আক্রান্ত ব্যক্তির পরিবারকেও মানসিক এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেয়। সেখান থেকে মানুষকে সচেতন করার জন্য এই গানটি করেছি। আর এই গানের সঙ্গে জড়িত প্রত্যেকেই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। পরিকল্পনাটা মাথায় আসে এবং আমরা একসঙ্গে সবাই গানে গানে ক্যান্সার সচেতনতায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। গানটি শিগগিরই ‘সানি আজাদ বিডি’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

সর্বশেষ খবর