সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ত্রিশূল আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের ‘সাঁতাও’

 শোবিজ প্রতিবেদক

ত্রিশূল আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের ‘সাঁতাও’

তরুণ নির্মাতা খন্দকার সুমন পরিচালিত গণঅর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশূলে (ইন্ডিয়া) মনোনীত হয়েছে। আগামী ৩ থেকে ১০ মার্চ ভারতের কেরালা প্রদেশের ত্রিশূল শহরে অনুষ্ঠিত হবে উৎসবের ১৮তম এ আসর। আসরের ‘ফ্রিপ্রেসি ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’-এর ‘বেস্ট ডেব্যু ইন্টারনাশনাল’ বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে ‘সাঁতাও’। চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন। উৎসবের একই বিভাগে বাংলাদেশের নূর ইমরান মিঠু পরিচালিত ‘পাতালঘর’ সিনেমাটিও মনোনীত হয়েছে।

 

সর্বশেষ খবর