বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে শাহরুখ খানের টুইট

শোবিজ ডেস্ক

বলিউড বাদশাহ দীর্ঘ চার বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন। ২৫ জানুয়ারি বিশ্বের ১০০টিরও বেশি দেশে মুক্তি পায় তাঁর অভিনীত ‘পাঠান’। এখনো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। বাংলাদেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। রবিবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা শর্তসাপেক্ষে ভারতীয় সিনেমা আমদানির প্রস্তাবনা দেন। এর মধ্য দিয়ে শাহরুখের ‘পাঠান’ সিনেমা বাংলাদেশে মুক্তির পথ অনেকটাই সহজ হয়ে যায়। তবে মুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। বিশ্বে প্রায় ১৩০০ কোটির ব্যবসা করা এই সিনেমা শিগগিরই বাংলাদেশে মুক্তি পাবে বলে আশাবাদী ‘বলিউড কিং’ খ্যাত এই সুপারস্টার। সোমবার বিকালে টুইটার সেশনে বাংলাদেশি এক ভক্ত শাহরুখ খানকে উদ্দেশ করে লেখেন, ‘আপনাকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে, তা আপনি ধারণাও করতে পারবেন না। বিশেষ করে আমি অন্ধের মতো আপনাকে ভালোবাসি। আমি আপনাকে কতটা ভালোবাসি ও শ্রদ্ধা করি, তা আপনাকে বলে বোঝাতে পারব না। কবে আপনাকে বাংলাদেশে দেখতে পাব?’ জবাবে শাহরুখ লেখেন, ‘আমাকে বলা হয়েছে, বাংলাদেশে শিগগিরই পাঠান মুক্তি পাবে।’ শাহরুখের এই টুইট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সর্বশেষ খবর