বাংলাদেশ দূতাবাস আম্মান বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে সম্প্রতি গ্র্যান্ড হায়াত আম্মানের গ্র্যান্ড বলরুমে একটি অভ্যর্থনার আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা থেকে যাওয়া সাংস্কৃতিক দল ‘সৃষ্টি কালচারাল সেন্টার’ সাংস্কৃতিক পরিবেশনা করে। আনিসুল ইসলাম হিরু এবং মেহবুবা চাঁদনীসহ আটজন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন। তারা ভিন্নধর্মী নৃত্যের ইন্দ্রজালে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জর্ডানের আইন প্রতিমন্ত্রী ড. ন্যান্সি নামরুকা এবং স্বাগত বক্তব্য দেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। রাষ্ট্রদূত, কূটনীতিক, পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।