লার্ন গিটার উইথ আসাদ (এলজিডব্লিউএ)-এর দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে হয়ে গেল দেশের খ্যাতনামা গিটারিস্ট এবং তরুণ ও খুদে গিটারিস্টদের এক মিলনমেলা। অনুষ্ঠানে লার্ন গিটার উইথ আসাদের তরুণ ও খুদে শিক্ষার্থীরা একক এবং দলীয়ভাবে বেশ কিছু পারফরম্যান্স করে। তরুণ ও খুদে শিক্ষার্থীদের উৎসাহ জুগিয়েছেন দেশের অনেক খ্যাতনামা গিটারিস্ট এবং সংগীতাঙ্গনের গুরুত্বপূর্ণ আরও অনেকে। এদের মধ্যে উল্লেখযোগ্য কিংবদন্তি গিটারিস্ট লাবু রহমান, ফিডব্যাকের ড্রামার এনাম এলাহী টন্টি, বেজ গিটারিস্ট দানেশ, এলআরবির আবদুল্লাহ আল মাসুদ, ভাইকিংসের সেতু চৌধুরী, ড্রামার সায়মন মাজিদ। অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন প্রয়াত কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। জনপ্রিয় ব্যান্ড ভাইকিংসের গিটারিস্ট হাসান আসাদ বলেন, ‘দেখতে দেখতে কীভাবে যেন আমরা দশম বর্ষে চলে এলাম। আমি স্মরণ করছি আমাদের প্রয়াত কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে, যার গিটার বাজানো শুনে এ দেশের হাজার হাজার তরুণ গিটারিস্ট হওয়ার স্বপ্ন দেখেছে, যার কারণে গিটার যন্ত্রটি এ দেশে জনপ্রিয় হয়েছে তিনি সব সময় আছেন, ছিলেন এবং থাকবেন আমাদের সঙ্গেই।’ অনুষ্ঠানটির সহযোগী মেলেডি অ্যান্ড কোং, এলসিএলএস (সাউথ), একোস্টিকা, মেটাল ফ্র্যান্ক টি-শার্ট, ফিজিও টিউন, এক্সপোজার, ওএম প্রমুখ প্রতিষ্ঠান।