ইয়ামিন হক ববি। তবে এবার শুধু অভিনয় নয়, তাঁর গল্পে নির্মাণ করা হচ্ছে ‘মাস্টারমাইন্ড’ সিনেমা। সিনেমাটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ম্যাজিকম্যান খ্যাত সৈকত নাসির। ববি জানান, এই সিনেমার গল্প ও কনসেপ্ট তাঁর নিজের। করোনাকালে ঘরবন্দি থেকে কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলেন ববি। এরমধ্যে বাবা-মেয়ে আর স্বামী-স্ত্রীর থ্রিলিং কিচু ঘটনা নিয়ে গল্প সাজিয়েছেন এই নায়িকা। গল্পটা তাঁর দেখা নয়, ইমাজিনেশন থেকে সৃষ্টি। সেই গল্পের সূত্র ধরে চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। করপোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়েই এই সিনেমার গল্প। গল্পটা নায়িকার হলেও সিনেমাটি তাঁকে ঘিরে একদমই নয় বলে জানান ববি। নির্মাতা সৈকত নাসির জানান, ‘মাস্টারমাইন্ড’ পুরোপুরি অ্যাকশন থ্রিলার গল্প। শুটিং প্ল্যান দুবাই, রামুজি ফিল্ম সিটি এবং বাংলাদেশ। নায়িকা ববি সিনেমায় প্রথমবার গল্প দিলেও এর আগে টেলিছবির গল্প দিয়েছেন তিনি। এদিকে, ঈদে মুক্তি পেতে যাচ্ছে ববি অভিনীত সৈকত নাসিরের ‘পাপ’।