কণ্ঠশিল্পী মাহতিম সাকিবের সঙ্গে দ্বৈত গানে এই প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিলেন রদিয়া আশিকুজ্জামান। যিনি আর্ক ব্যান্ডের ভোকালিস্ট ও জনপ্রিয় কিবোর্ডিস্ট-সুরকার আশিকুজ্জামান টুলুর কন্যা। অন্যদিকে এই গানটিতে সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন জে কে মজলিশ। এটির সংগীত আয়োজন করেছেন ‘সোলস’র কিবোর্ড বাদক এবং সংগীত পরিচালক মীর মাসুম। সিনেমার নাম ‘লোকাল’, যেটিতে অভিনয় করেছেন আদর আজাদ ও বুবলী। এটির পরিচালক সাইফ চন্দন। জে কে মজলিশ বলেন, ‘বরাবরই আমি চেষ্টা করি প্রতিভাবান নতুন শিল্পীদের শ্রোতাদের কাছে উপহার দিতে, এবারও তাই চেষ্টা করেছি। অসম্ভব সুন্দর গায়কির অধিকারী দুজন বর্তমান প্রজন্মের শিল্পীদের একসঙ্গে করে, শ্রোতাদের জন্য অনিয়মিত কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। গানের অদ্ভুত সুন্দর কথা লিখেছেন প্লাবন ইমদাদ এবং মীর মাসুম। এর সংগীত আয়োজনও হয়েছে অতুলনীয়। ‘লোকাল’ সিনেমাটির সঙ্গে এক বছর আগে সাইনিং করলেও কয়েকদিন আগে গানটি শেষ করেছি।’