শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

এফডিসির কর্মকর্তা-কর্মচারীদের মানবেতর জীবন-

তিন মাস বেতন নেই

শোবিজ প্রতিবেদক

এফডিসির কর্মকর্তা-কর্মচারীরা ফের বেতন পাচ্ছেন না তিন মাস ধরে। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন সংস্থাটির ২২৩ কর্মকর্তা-কর্মচারী। জানিয়েছেন এফডিসির পিআরও হিমাদ্রী বড়ুয়া। তিনি বলেন, এপ্রিলে চতুর্থ মাসে পড়েছে বেতন নেই। সামনে ঈদ, ঈদ বোনাস, বৈশাখী ভাতা, উৎসব বোনাস সবই পাওয়া এখনো অনিশ্চিত। বেতন-ভাতার দাবিতে বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন কর্মচারীরা। রবিবার আবার ন্যায্য বেতনের দাবিতে এমডির কাছে যাবেন বলে তাঁরা জানিয়েছেন। হিমাদ্রী বলেন, জানুয়ারি থেকে বেতন হয়নি। এমডি থেকে পরিচ্ছন্নতাকর্মী কেউই বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে হতাশ এক কর্মকর্তা সম্প্রতি স্ট্রোক করে মারা গেছেন। এদিকে কর্মকর্তা-কর্মচারীরা আলটিমেটাম দিয়ে বলেছেন, যদি আগামী সপ্তাহে তিন মাসের বেতন সব মিলিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা না পাই তাহলে আমরা কর্মবিরতিতে যাব। আগে ব্যাংক থেকে এফডিসির নামে থাকা এফডিআর ভাঙিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করা হতো। এরপর করোনাকালে সরকারের প্রণোদনার অর্থেও চলেছে বেতন-ভাতা। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বেতন-ভাতা পরিশোধের মতো আয় এফডিসির নেই বললেই চলে।  জানালেন এফডিসির এক কর্মকর্তা। তবে ব্যাংকে এফডিসির কিছু টাকা জমা রয়েছে। চাইলে সেখান থেকে বেতন পরিশোধ করা সম্ভব বলে জানান কর্মকর্তা কর্মচারীরা।

 

সর্বশেষ খবর