সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

সৈকতে ফারিণ

 শোবিজ প্রতিবেদক

সৈকতে ফারিণ

অভিনয়ের ফাঁকে অভিনেত্রী তাসনিয়া ফারিণ যে একজন ভ্রমণপিপাসু তা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুঁঁ মারলেই বোঝা যায়। কিছুদিন আগেও ফেসবুকের ওয়াল ভেসেছে লন্ডনের ছবিতে। এবার ফারিণের দেখা মিলল থাইল্যান্ডের সমুদ্রসৈকতে। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিত তিনি। নতুন ছবিগুলোর ক্যাপশনের জন্য ফারিণ আশ্রয় নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের। লিখেছেন, ‘মেঘ বিজড়িত রাঙা গোধূলি/নামিয়া এলো বুঝি পথ ভুলি/তাহার অঙ্গ তরঙ্গ বিভঙ্গে/কূলে কূলে নদীজল উথলায়’। নীল শাড়ি পরে ফারিণ কখনো জল ছুঁয়েছেন, অলস ভঙ্গিতে বসেছেন বালুকাবেলায়, কখনো সুমদ্রের দিকে তাকিয়ে হেঁটেছেন। ভক্ত-অনুরাগীরা সেসব ছবিতে ‘লাল হৃদয়’ দিয়ে ‘ভালোবাসা’ জানিয়েছেন। ফারিণের শাড়ি পরা সাধারণ রূপটানের ছবিতে বেশির ভাগেরই প্রতিক্রিয়া ইতিবাচক। কেউ কেউ প্রতিবেশী দেশ ভারতের অভিনয়শিল্পীদের সমুদ্রসৈকতে সংক্ষিপ্ত পোশাকের সঙ্গে ফারিণের রুচির তুলনা টেনে বলেছেন ‘বাংলাদেশের সমুদ্রকন্যা’।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর