রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

শেষ হলো জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

শোবিজ প্রতিবেদক

রবীন্দ্রসংগীত নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’। শুক্রবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয় উৎসবটির ৩৪তম আয়োজন। বরাবরের মতো এর আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। এবারের উৎসবের প্রতিপাদ্য- ‘করিস নে লাজ, করিস নে ভয়/আপনাকে তুই করে নে জয়।’ সকালের অধিবেশনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন, দলীয় নৃত্য এবং দলীয় ও একক সংগীতানুষ্ঠান পরিবেশন করা হয়। এরপর বিকালে অনুষ্ঠিত হয় দিনের মূল পর্ব তথা গুণীজন সম্মাননা ও সংগীতানুষ্ঠান। মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ ও সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া। এবার সম্মাননা দেওয়া হয়েছে কিংবদন্তি গিটারশিল্পী এনামুল কবির ও বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলামকে।

সর্বশেষ খবর