ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী লাক্স সুপার স্টার বিদ্যা সিনহা মিম। গত বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় ঝড় তুলেছিলেন ঢালিউডের এ চিত্রনায়িকা। সম্প্রতি ওপার বাংলায় নায়ক জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায় কাজ করেছেন। অন্যদিকে এই কোরবানির ঈদে ‘অন্তর্জাল’-এ রহস্যঘেরা চরিত্র নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন। সাম্প্রতিক কাজ ও ব্যস্ততা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল
বর্তমানে কী নিয়ে ব্যস্ততা?
মিশন হান্টডাউন! মানে ওটিটি প্ল্যাটফরম হইচইয়ের নতুন ওয়েবসিরিজ ‘মিশন হান্টডাউন’র প্রমোশনাল শুটে অংশ নিচ্ছি। সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
হইচইয়ের সিরিজে তো প্রথমবার কাজ করলেন। কোন চরিত্রে?
হ্যাঁ, প্রথমবার। অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিরিজে আমি নীরা চরিত্রে অভিনয় করেছি। এ চরিত্রটি সহজ-সরল একজন মহিলার চরিত্র কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। আমার মনে হয় দর্শকরা এ ‘নীরা’ চরিত্রকে খুব এন্টারটেইনিংভাবে খুঁজে পাবেন। কাজটি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড।
সম্প্রতি প্রকাশিত পোস্টারে মিমকে রহস্যঘেরা হুডির মধ্যে দেখা গেল। অন্তর্জাল থেকে প্রেক্ষাগৃহে আসছেন কবে?
আগামী কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে আসব বলে আশা করছি।
তার আগে অন্তর্জালের প্রচারণা নিয়ে পরিকল্পনা কী?
প্ল্যানিং চলছে। অন্তর্জালের প্রচারণা সামনের মাস থেকে শুরু হবে। প্রমোশনাল শুট হবে। টিজার ও ট্রেইলার সামনে আসবে।
দীপঙ্কর দীপনের অন্তর্জালে আপনার চরিত্র নিয়ে ইতোমধ্যেই হালকা আভাস দেওয়া হয়েছে। বাকিটা আপনি বলুন?
আমার চরিত্রের নাম নিশাত, যিনি সাইবার সিকুইরিটি স্পেশালিস্ট। দেশের বাইরে থেকে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করে আসা একজন তরুণী। এর বেশি আর এখন বলা যাবে না। সামনে সবার অভিনীত চরিত্র নিয়ে বিস্তারিত আসবে। প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের আরও বেশি এগিয়ে আসার অনুপ্রেরণার গল্পে তৈরি হয়েছে এই সিনেমাটি।
১৯৯৫ সালে ধর্ষণের শিকার ইয়াসমিনের চরিত্রে হাজির হবেন কবে?
সত্য ঘটনা অবলম্বনে ‘আমি ইয়াসমিন বলছি’। এটি কোরবানির ঈদের পর শুটিং করার পরিকল্পনা রয়েছে।
ওপার বাংলার নায়ক জিতের সঙ্গে জুটি বেঁধে এ দেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’র শুটিং করেছেন। সিনেমাটির আপডেট?
‘মানুষ’ সিনেমায় আমার অংশের শুটিং আগেই শেষ হয়েছে। শুধু ডাবিং বাকি রয়েছে। তাও দ্রুত শেষ করব।
ওপার বাংলায় আর কোনো কাজের কথা রয়েছে?
কিছু কাজের কথাবার্তা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে কাজ হবে।
নতুন কাজের খবর...
সামনে ইন্ডিয়ায় যাব। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে। আর বেশ কয়েকটি দেশে শো করার বিষয়ে কথা হচ্ছে।
চিত্রনায়িকা মিমকে এখনো নাটকে অভিনয় করতে দেখা যায়।
আসলে কোনো বিশেষ দিবস হলে নাটকে কিছু কাজ করে থাকি। তবে আমার শুরু সিনেমা দিয়েই। তাই সিনেমাটাই বেশি করতে চাই।
টেলিভিশন, ওটিটি নাকি সিনেমা- কোনটিতে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
আসলে অ্যাক্টিং করতে বেশি পছন্দ করি, তা যে মাধ্যমেই হোক। তবে আমার বড় পর্দায় অভিনয় করতে বেশি ভালো লাগে।
সংসার কেমন চলছে? সংসার ও কাজের মধ্যে সমন্বয় কীভাবে করেন?
সংসার ভালোই চলছে। আর এটা খুবই নরমাল যে, আমার শ্বশুরবাড়ির সবাই, আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করে। মনেই হয় না যে, বিয়ের পর কাজের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়েছে আমার।
মিমের ফিট থাকার রহস্য কী?
আমি নিয়মিত ডায়েট ও জিম করি।
অভিনয় ছাড়া মিম কী করতে বেশি পছন্দ করেন?
আমার ঘুরতে খুবই পছন্দ। টিভিতে মুভি দেখতে, বই পড়তে ও শপিং করতে ভালো লাগে। ইদানীং কি যেন হয়েছে, কিছুদিন পরপর দেশের বাইরে ঘুরতে ইচ্ছা করে।
ভ্রমণপ্রিয়াসী মিম ফের ঘুরতে বের হচ্ছেন কখন?
সম্ভবত জুলাইয়ের দিকে, বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে।