রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা

জয়া যেন এক কবিতা...

শোবিজ প্রতিবেদক

জয়া যেন এক কবিতা...

মেটে-বাদামি রঙের একটি পোশাকে নিজেকে আবৃত করেছেন। খোলা চুলগুলো পিঠে-কাঁধে জায়গা করে নিয়েছে নিজের মতো। মাথার ওপর একটি সানগ্লাস। মোটের ওপর সাজসজ্জা এটুকুই। অথচ ক্যামেরায় বন্দি চিত্রগুলো দেখলে যে কারও মনে হতে পারে সূর্য ডুবে যাওয়ার আগে রেখে যাওয়া স্বর্ণালি আভার সবটুকু সৌন্দর্য যেন তাঁকে ঘিরে ধরেছে। তাঁর গভীর-মায়াবী চাহনিতে যেন এক লহমায় ডুবে যাবে রাজ্যের সব আক্ষেপ। সময় কিংবা বয়সের সঙ্গে যার রূপের আজন্ম দ্বৈরথ, সেই জয়া আহসানের কথাই বলা হচ্ছে। নতুন ফটোশুটের একগুচ্ছ ছবি সম্প্রতি ভাগাভাগি করলেন অনুসারীদের সঙ্গে। ফটোগ্রাফার জয়িতার তোলা ছবির ক্যাপশনে আরণ্যক বসুর নন্দিত কবিতা ‘মনে থাকবে?’র আশ্রয় নিয়েছেন জয়া। সেখানে কবির চারটি লাইন সেঁটে দিয়েছেন এই অভিনেত্রী। ‘এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেবো/এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন/এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন/মনে থাকবে?’ বলা যায়, স্থিরচিত্রে জয়া নিজেই কবিতার মতো স্নিগ্ধ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর