পলিটিক্যাল থ্রিলারধর্মী সিনেমা ‘সুলতানপুর’ আগামী শুক্রবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক সৈকত নাসির। সীমান্তের রোমাঞ্চকর গল্পে গড়ে উঠেছে ‘সুলতানপুর’ সিনেমা। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার ও দুটি গান ‘জানরে’ ও ‘বোকা মন’ বেশ সাড়া ফেলেছে। পরিচালক সৈকত নাসির বলেন, এ সিনেমার হিরো গল্পটাই। ‘সুলতানপুর’ সিনেমাটি সীমান্তে বসবাস করা মানুষদের গল্প। এটি একটি কমার্শিয়াল সিনেমা, কিন্তু সিনেমার গল্পটি খুবই শক্তিশালী। ‘সুলতানপুর’-এ অভিনয় করেছেন আশিষ খন্দকার, সাঞ্জু জন, অধরা খান, ফারুক সুমন, মৌমিতা মৌ, রাশেদ মামুন অপু, শাহিন মৃধা ও রুম্মান রুনি প্রমুখ।