এ সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে শোবিজ মিডিয়ায় আবির্ভাব হলেও তিনি নিজের অভিনয়গুণ ও গ্ল্যামারে স্বল্প সময়ে দর্শকদের হৃদয় হরণ করতে সক্ষম হয়েছেন। এবারের পূজায় ভালোবাসার বিশেষ উপহার পেয়েছেন নায়িকা পূজা চেরি। তবে কে দিয়েছে এই উপহার তা গোপন রেখেছেন তিনি। পূজা বলেন, ‘এবার পূজা উপলক্ষে পরিবারের মানুষদের কাছ থেকে উপহার পেয়েছি। বাবা, মা আমাকে উপহার দিয়েছেন। আমার কাছে এসব উপহার ভালোবাসার। তবে বিশেষ উপহার দিয়েছেন একজন, সেটা বলা যাবে না। সবমিলিয়ে ভালোই কাটছে পূজার দিনগুলো, যোগ করেন পূজা চেরি। পূজা চেরি অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন’। এরপর আর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি এই নায়িকার। পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। এদিকে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। একই পরিচালকের ‘দরদিয়া’ নামের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। তাঁর বিপরীতে আছেন আদর আজাদ। এই জুটির তৃতীয় সিনেমা এটি। সিনেমার গল্প প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘এই সিনেমাটি নাইনটিজের গল্প নিয়ে নির্মিত হবে। আমি সত্যি এমন ধরনের গল্পে আগে অভিনয় করিনি। বলার জন্য বলা নয়, আসলেই একেবারে ভিন্ন এক কাহিনি।’ তিনি বলেন, ‘দরদিয়া রোমান্টিক থ্রিলার ধরনের গল্প। প্রেম, বিরহ ও সম্পর্কের বৈচিত্র্যময় টানাপোড়েন রয়েছে কাহিনিতে। গল্পের প্রেমে পড়েই এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।’ নায়ক আদর আজাদ প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘আমরা একসঙ্গে তিনটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছি। আদর আজাদের মধ্যে অভিনয় শেখার একটা ক্ষুধা আছে, যা আমাকে মুগ্ধ করেছে। দেশের সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছি। তাঁদের সবারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।’
শিরোনাম
- কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
- স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা
- ফাজিল স্নাতকের ফল প্রকাশ, পাশের হার ৯৫.০৫
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
- যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত
- শুল্ক না কমালে ভারতের জন্য ব্যবসা করা কঠিন হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
- চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সোনালী আঁশে ফিরছে সুদিন, খুশি দিনাজপুরের কৃষকরা
- নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: খায়ের ভূঁইয়া
- শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
- পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প: উত্তর কোরিয়া
- গাইবান্ধায় বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, আহত তিন
- নীলফামারীতে আধুনিক ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবি
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬
- আ. লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক
- প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর অনুকরণীয় দেশ : বাণিজ্য উপদেষ্টা
- ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের সকল চেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া
- ৬ মাসের শিশুকে গলা কেটে হত্যা, মা গ্রেপ্তার
পূজার ভালোবাসার উপহার
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর