এ সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে শোবিজ মিডিয়ায় আবির্ভাব হলেও তিনি নিজের অভিনয়গুণ ও গ্ল্যামারে স্বল্প সময়ে দর্শকদের হৃদয় হরণ করতে সক্ষম হয়েছেন। এবারের পূজায় ভালোবাসার বিশেষ উপহার পেয়েছেন নায়িকা পূজা চেরি। তবে কে দিয়েছে এই উপহার তা গোপন রেখেছেন তিনি। পূজা বলেন, ‘এবার পূজা উপলক্ষে পরিবারের মানুষদের কাছ থেকে উপহার পেয়েছি। বাবা, মা আমাকে উপহার দিয়েছেন। আমার কাছে এসব উপহার ভালোবাসার। তবে বিশেষ উপহার দিয়েছেন একজন, সেটা বলা যাবে না। সবমিলিয়ে ভালোই কাটছে পূজার দিনগুলো, যোগ করেন পূজা চেরি। পূজা চেরি অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন’। এরপর আর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি এই নায়িকার। পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। এদিকে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। একই পরিচালকের ‘দরদিয়া’ নামের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। তাঁর বিপরীতে আছেন আদর আজাদ। এই জুটির তৃতীয় সিনেমা এটি। সিনেমার গল্প প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘এই সিনেমাটি নাইনটিজের গল্প নিয়ে নির্মিত হবে। আমি সত্যি এমন ধরনের গল্পে আগে অভিনয় করিনি। বলার জন্য বলা নয়, আসলেই একেবারে ভিন্ন এক কাহিনি।’ তিনি বলেন, ‘দরদিয়া রোমান্টিক থ্রিলার ধরনের গল্প। প্রেম, বিরহ ও সম্পর্কের বৈচিত্র্যময় টানাপোড়েন রয়েছে কাহিনিতে। গল্পের প্রেমে পড়েই এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।’ নায়ক আদর আজাদ প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘আমরা একসঙ্গে তিনটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছি। আদর আজাদের মধ্যে অভিনয় শেখার একটা ক্ষুধা আছে, যা আমাকে মুগ্ধ করেছে। দেশের সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছি। তাঁদের সবারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।’
শিরোনাম
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
পূজার ভালোবাসার উপহার
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর