এ সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে শোবিজ মিডিয়ায় আবির্ভাব হলেও তিনি নিজের অভিনয়গুণ ও গ্ল্যামারে স্বল্প সময়ে দর্শকদের হৃদয় হরণ করতে সক্ষম হয়েছেন। এবারের পূজায় ভালোবাসার বিশেষ উপহার পেয়েছেন নায়িকা পূজা চেরি। তবে কে দিয়েছে এই উপহার তা গোপন রেখেছেন তিনি। পূজা বলেন, ‘এবার পূজা উপলক্ষে পরিবারের মানুষদের কাছ থেকে উপহার পেয়েছি। বাবা, মা আমাকে উপহার দিয়েছেন। আমার কাছে এসব উপহার ভালোবাসার। তবে বিশেষ উপহার দিয়েছেন একজন, সেটা বলা যাবে না। সবমিলিয়ে ভালোই কাটছে পূজার দিনগুলো, যোগ করেন পূজা চেরি। পূজা চেরি অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন’। এরপর আর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি এই নায়িকার। পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। এদিকে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। একই পরিচালকের ‘দরদিয়া’ নামের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। তাঁর বিপরীতে আছেন আদর আজাদ। এই জুটির তৃতীয় সিনেমা এটি। সিনেমার গল্প প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘এই সিনেমাটি নাইনটিজের গল্প নিয়ে নির্মিত হবে। আমি সত্যি এমন ধরনের গল্পে আগে অভিনয় করিনি। বলার জন্য বলা নয়, আসলেই একেবারে ভিন্ন এক কাহিনি।’ তিনি বলেন, ‘দরদিয়া রোমান্টিক থ্রিলার ধরনের গল্প। প্রেম, বিরহ ও সম্পর্কের বৈচিত্র্যময় টানাপোড়েন রয়েছে কাহিনিতে। গল্পের প্রেমে পড়েই এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।’ নায়ক আদর আজাদ প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘আমরা একসঙ্গে তিনটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছি। আদর আজাদের মধ্যে অভিনয় শেখার একটা ক্ষুধা আছে, যা আমাকে মুগ্ধ করেছে। দেশের সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছি। তাঁদের সবারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।’
শিরোনাম
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী