বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৩ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। পাশাপাশি চলচ্চিত্র সাংবাদিকতায় এই সম্মান লাভ করেন ইমরুল শাহেদ। ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনাম্বড়র অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হয়। ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ ২০০৪ সাল থেকে এই দিনে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ দিয়ে আসছে। ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুচন্দা, সুজাতা, চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ এবং ফজলুল হকের জ্যেষ্ঠ জামাতা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজলুল হকের জ্যেষ্ঠ কন্যা কেকা ফেরদৌসী। অতিথিরা পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, ২৫ হাজার টাকা করে অর্থমূল্য এবং সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, ফজলুল হক স্মৃতি কমিটির আহ্বায়ক আমীরুল ইসলাম, অভিনেত্রী সুচন্দা, সুজাতা, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, হাবিবুর রহমান, কেকা ফেরদৌসী, মুকিত মজুমদার বাবু, অভিনেতা আফজাল হেসেন প্রমুখ।। এ পুরস্কার প্রবর্তন করেন ফজলুল হকের সহধর্মিণী বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। পুরস্কার প্রদানের পাশাপাশি ফজলুল হককে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সম্মুখপথের যাত্রী’ (দ্য ফ্রন্টিয়ারম্যান ফজলুল হক) প্রদর্শিত হয়। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন শহীদুল আলম সাচ্চু। বক্তারা ফজলুল হকের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং আগামী প্রজন্মকে ফজলুল হক সম্পর্কে জানতে আহ্বান জানান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন চলচ্চিত্রের এই গুণী মানুষটিকে শ্রদ্ধা জানাতে তাদের একটি মূল মিলনায়তনের নামকরণ করেছে ‘ফজলুল হক স্মৃতি মিলনায়তন’। চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের জন্য সৈয়দ সালাউদ্দিন জাকীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে ‘ফজলুল হক ইনস্টিটিউট অব মিডিয়া স্টাডিজ’ নামে একটি প্রতিষ্ঠান। উল্লেখ্য, বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ফজলুল হকের সহধর্মিণী। জ্যেষ্ঠ পুত্র ফরিদুর রেজা সাগর শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক।
শিরোনাম
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবাম প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
ফজলুল হক স্মৃতি পদক-২০২৩
সম্মাননা পেলেন ছটকু আহমেদ
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর