বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৩ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। পাশাপাশি চলচ্চিত্র সাংবাদিকতায় এই সম্মান লাভ করেন ইমরুল শাহেদ। ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনাম্বড়র অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হয়। ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ ২০০৪ সাল থেকে এই দিনে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ দিয়ে আসছে। ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুচন্দা, সুজাতা, চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ এবং ফজলুল হকের জ্যেষ্ঠ জামাতা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজলুল হকের জ্যেষ্ঠ কন্যা কেকা ফেরদৌসী। অতিথিরা পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, ২৫ হাজার টাকা করে অর্থমূল্য এবং সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, ফজলুল হক স্মৃতি কমিটির আহ্বায়ক আমীরুল ইসলাম, অভিনেত্রী সুচন্দা, সুজাতা, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, হাবিবুর রহমান, কেকা ফেরদৌসী, মুকিত মজুমদার বাবু, অভিনেতা আফজাল হেসেন প্রমুখ।। এ পুরস্কার প্রবর্তন করেন ফজলুল হকের সহধর্মিণী বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। পুরস্কার প্রদানের পাশাপাশি ফজলুল হককে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সম্মুখপথের যাত্রী’ (দ্য ফ্রন্টিয়ারম্যান ফজলুল হক) প্রদর্শিত হয়। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন শহীদুল আলম সাচ্চু। বক্তারা ফজলুল হকের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং আগামী প্রজন্মকে ফজলুল হক সম্পর্কে জানতে আহ্বান জানান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন চলচ্চিত্রের এই গুণী মানুষটিকে শ্রদ্ধা জানাতে তাদের একটি মূল মিলনায়তনের নামকরণ করেছে ‘ফজলুল হক স্মৃতি মিলনায়তন’। চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের জন্য সৈয়দ সালাউদ্দিন জাকীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে ‘ফজলুল হক ইনস্টিটিউট অব মিডিয়া স্টাডিজ’ নামে একটি প্রতিষ্ঠান। উল্লেখ্য, বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ফজলুল হকের সহধর্মিণী। জ্যেষ্ঠ পুত্র ফরিদুর রেজা সাগর শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক।
শিরোনাম
- আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে নামল
- ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার, বন্দী ফিলিস্তিনিরা
- আজ শহীদ নূর হোসেন দিবস
- গাজার সুড়ঙ্গে আটকে থাকা ২০০ ফিলিস্তিনির নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা তুরস্কের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
- রাবির রেজিস্ট্রারের সঙ্গে জিএস আম্মারের বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ নভেম্বর)
- বিবিসিতে পক্ষপাতের অভিযোগে মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ
- আরও ১৪ জেলায় নতুন ডিসি
- ওবায়দুল কাদের ও মডেল মেঘলার ফোনালাপ ফাঁস
- মেয়ের জন্মকে স্মরণীয় রাখতে ২০০ পরিবারে ফলজ চারা উপহার
- বিএনপির সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: মফিকুল হাসান তৃপ্তি
- ‘টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে’
- নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপু’র গণমিছিল
- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণে’র অভিযোগে মামলা
- জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান
- চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
ফজলুল হক স্মৃতি পদক-২০২৩
সম্মাননা পেলেন ছটকু আহমেদ
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
২৩ ঘণ্টা আগে | জাতীয়
মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
২২ ঘণ্টা আগে | পাঁচফোড়ন