শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এনজিওকর্মী চরিত্রে বাবু

শোবিজ প্রতিবেদক

এনজিওকর্মী চরিত্রে বাবু

১ ঘণ্টার নাটক ‘রঙের অনেক রঙ’। এটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অভিনেতা সরকার রওনক রিপন। এ নাটকে ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন একজন এনজিওকর্মীর চরিত্রে। আরও রয়েছেন শিল্পী সরকার অপু, নাজিবা বাশার, নিশা চৌধুরী, সোহেল তৌফিক, সোয়েব মনির, দাউদ নূর, ইউসুফ আতিক মানিক, ফারুক মহসিনসহ আরও অনেকে। গল্পে দেখা যাবে- একটি এনজিওতে চাকরি করেন আবুল হোসেন। পরিবারে স্ত্রী, দুই মেয়ে কাজল ও আলতা এ নিয়ে আবুল হোসেনের লাল নীল সংসার। বড় মেয়ে কাজল ভালো গান গায়, ভালো রান্না করে, পড়াশোনায় ভালো কিন্তু কালো বলে কাজলের অনেকবার বিয়ের কথা হওয়ার পরও আর আগায় না ছেলে পক্ষ। একবার আবুল হোসেনের অফিসে নতুন জয়েন করা ছেলেটির সঙ্গে কাকতালীয়ভাবে বিয়ের কথা চলতে থাকে কাজলের, ছেলেও বড় মেয়ে কাজলকে পছন্দ করে। মেয়ের সব গুণের কথা ছেলেটি তাঁর মাকে বলে কিন্তু গায়ের রঙের প্রশ্নে ছেলেটি চুপ হয়ে থাকে! অন্যদিকে ছোট মেয়ে আলতা দেখতে ভালো তাকে নিয়ে বাবা-মায়ের চিন্তা নেই। একদিন লেখাপড়া শেষ হলে একটা ভালো ঘরে তার বিয়ে হয়ে যাবে কিন্তু... এ রহস্য বুঝতে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে চোখ রাখতে হবে।

সর্বশেষ খবর