বাজে স্বভাব খ্যাত সংগীতশিল্পী রেহান রসুলের গাওয়া তুফান সিনেমার ‘আসবে আমার দিন’ গানটি প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতে আরাফাত মহসীন নিধি। মিক্স-মাস্টারিংয়ে আরাফাত কীর্তি। তুফান ছবিতে দুটি ভার্সনে গানটি ব্যবহার করা হয়েছে। গায়ক রেহান রসুল বলেন, ‘একদিন জীবন ভাই আমাকে তুফানের গতিতে আসতে বলেন আরাফাত ভাইয়ের স্টুডিওতে। আমিও পৌঁছে যাই। এক-দেড় ঘণ্টার আড্ডা জমে তিনজনের। এভাবেই গানটি তৈরি হয়। গানটির জন্য সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি।’ গীতিকবি রবিউল ইসলাম জীবন বলেন, ‘একদিন ভাগ্যের চাকা ঘোরে, কষ্টের সূর্য ডুবে উঁকি দেয় সুদিনের আলো। সিনেমার গল্পের এমনই বিষয়বস্তু নিয়ে গানটি লিখেছি। প্রকাশের পর চারদিক থেকে দারুণ সাড়া পাচ্ছি, আমি অভিভূত।’