কণ্ঠশিল্পী গগন সাকিব নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠান মুখোশ মিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘নারীরে দিও না মন’ শিরোনামে গানটি প্রকাশ হয়েছে। দেশের বিভিন্ন নান্দনিক লোকেশনে ধারণ করা ভিডিওচিত্র দিয়ে প্রকাশিত গানটি ইউটিউবে সাড়া ফেলেছে। গানটির কথা ও সুর করেছেন কণ্ঠশিল্পী গগন সাকিব। সংগীতায়োজনে ছিলেন রাজ হৃদয়। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন গগন সাকিব, জান্নাত এবং শিখন। ভিডিও সম্পাদনায় কাজ করেছেন এইচ এম হাসনাইন। নতুন প্রকাশিত গানটি প্রসঙ্গে গগন সাকিব বলেন, ‘এটি মূলত একটি প্রেম এবং বিরহের গান। শ্রোতারা আমার কাছে যে ধরনের গান আশা করেন, এটি মূলত সে ধরনের একটি গান। আশা করি সব শ্রোতার গানটি ভালো লাগবে।’