থানা-পুলিশহীন বাংলাদেশে ক্রমশ আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। প্রায় প্রতি রাতে দেশজুড়ে আতঙ্ক, নেমেছে ডাকাত দল। আর এসব নিয়ে গত তিন দিন ধরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী রয়েছেন সতর্কবার্তা নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে। ৫ আগস্ট সরকার পতনের উল্লাসধ্বনি না থামতেই শুরু হয়েছে আগুন, হত্যা আর লুটতরাজের আতঙ্ক। এসব বিষয়ে শুরু থেকেই সচেতন বার্তা দিয়ে আসছেন মেহজাবীন। বিজয়ের দিনই ফেসবুক বার্তায় মেহজাবীন বলেছেন, ‘বিজয় উৎসব করুন। কিন্তু দেশের অনেক জায়গায় কিছু মানুষ লুটপাট ও আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।’ একই দিন ফেনী বাঁশপাড়ার দুর্গা মন্দিরে আগুনের ভিডিও শেয়ার করে অভিনেত্রী বলেছেন, ‘এটাকে উদযাপন বলে না।’