শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

কারিনার জবাব

শোবিজ ডেস্ক

কারিনার জবাব

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে মামলা হয়েছে কারিনা কাপুরের বিরুদ্ধে। অভিযোগের সূত্রপাত অভিনেত্রীর লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ থেকে। আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি মনে করেন, বইয়ের নামটির মাধ্যমে ধর্মীয় আবেগে আঘাত হেনেছেন অভিনেত্রী। এদিকে এমন অভিযোগের বিপরীতে কারিনা এরই মধ্যে আইনি জবাবও দিয়েছেন। তার আইনজীবী দিব্যা কৃষ্ণা বিল্লাইয়া ও নিখিল ভট্টের মাধ্যমে জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না তাঁর। কারিনা তাঁর বই সম্পর্কে জানিয়েছিলেন, সন্তান ধারণের অভিজ্ঞতা এবং তা নিয়ে এ বই লেখার সফর তাঁর কাছে এক বিশেষ সফর হয়ে থাকবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর