ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। শুধু অভিনয়েই নন, নৃত্যেও রয়েছে এই কিংবদন্তির অসাধারণ দখল। নৃত্য পরিচালনার মধ্যদিয়েই এদেশের সিনেমায় তার অভিষেক ঘটে। উর্দু ছবি ‘নয়া জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক জাভেদের। ছবিটি ১৯৬৪ সালে মুক্তি পায়। তবে চাহিদা বাড়তে থাকে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া মুস্তাফিজুর রহমান পরিচালিত ‘পায়েল’ ছবির মাধ্যমে। এ ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা। প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায়। আফগানিস্তানের পেশোয়ারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। পরে সেখান থেকে পাঞ্জাবে আসে তাঁর পরিবার। ১৯৬৩ সালে মাতৃভূমি ছেড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) চলে আসেন। কয়েক বছর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পুরনো দিনের স্মৃতিচারণা করতে গিয়ে জাভেদ বলেন, ‘পুরান ঢাকায় (সিদ্দিক বাজার) আমার জীবনের অনেক স্মৃতি আছে। এগুলো তো আর ভুলে যাওয়ার কথা নয়। ওখানকার লোকজন আমাকে ভালোবেসেছে ও সম্মান জানিয়েছে। সেখানে একটি মহল্লার নাম আমার নামে করেছে। শারীরিকভাবে যতটা সময় পর্যন্ত পুরোপুরি ঠিকঠাক ছিলাম, সময় পেলেই ওই এলাকাতে যেতাম। সেখানকার মানুষ ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতাম। এখন আর যাওয়া হয় না। সেই মহল্লাটা ‘জাভেদ মহল্লা’ নামে পরিচিত। এরপর আমি চলে এসেছি উত্তরার ১৪ নম্বর সেক্টরে।’ বর্ষীয়ান এ মানুষটির শরীরে গত কয়েকবছর আগেই জটিল অসুখ-বিসুখ বাসা বেঁধেছে। এখনো চিকিৎসা চলছে। বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শে চলছেন। অসুখের কারণে কথা বলতেও সমস্যা হয় তাঁর। টানা কথা বলতে পারেন না। তাঁর হাতে অনেক আগে থেকেই কোনো ছবির কাজ নেই। দীর্ঘজীবন কাজ করে গেছেন। নিজের সুখের কথা সেইভাবে ভাবেননি। দর্শকদের আনন্দ দিতে তাদের কথাই ভেবে গেছেন শুধু। সে কারণে সঞ্চয় বলতে তেমন কিছু ছিল না তাঁর। আক্ষেপ করে বলেন, ‘নিজের কথা ভাবলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। এখনকার অবস্থায় পড়তে হতো না।’ অসুস্থ হয়ে পড়ার পর চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, অভিনেতা মিশা সওদাগর, জায়েদ খান নিয়মিত খোঁজখবর নিয়েছেন। হাসপাতালে গেলেই তো খরচের শেষ নেই। আমার অনেক টাকা খরচ হয়েছে। এভাবেই চলছে। এখন আর কেউ খোঁজখবর নেন না। জাভেদ অভিনীত আলোচিত ছবির মধ্যে রয়েছে ‘পায়েল’, ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা। তবে ‘নিশান’ সিনেমার ‘কালু’ চরিত্রটি জাভেদের কাছে অনেক ভালোলাগার। ইবনে মিজান পরিচালিত এ ছবিতে তিনি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। বেলাশেষে জাভেদ বলেন, এফডিসি আমাদের কাছে ছিল ঘর-বাড়ির মতো। খুব মিস করি সেই দিনগুলো।
শিরোনাম
- হঠাৎ মাঠেই অচেতন হয়ে আইসিইউতে ফুটবলার
- ‘কুমিল্লায় চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে’
- আমু ও কামরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
- কালিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২
- সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার
- টুঙ্গিপাড়ায় বাঁধ অপসারণ করে দেড় কিলোমিটার খাল দখলমুক্ত
- সাত কলেজের স্থগিত দুই পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
- ইবির নতুন উপ-উপাচার্য ড. এয়াকুব ও ট্রেজারার ড. জাহাঙ্গীর
- আবারও নিলামে ব্র্যাডম্যানের 'ব্যাগি গ্রিন'
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- নারায়ণগঞ্জে বিদ্যুৎ অফিসে ডাকাতি, ৪ লাখ টাকার মালামাল লুট
- নেত্রকোনায় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন
- সরকারি চাকরিতে পৌনে ৫ লাখ পদ খালি : নিয়োগের ব্যবস্থা করতে মন্ত্রণালয়ের চিঠি
- মোবাইল থেকে চার্জার খুলতে গিয়ে তরুণীর মৃত্যু!
- আইকিউ লেভেল ১৬২, মাত্র তিন ঘণ্টায় শেষ গোটা গণিত বই!
- ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়াতে নিষেধাজ্ঞা, যা বলল হামাস
- নতুন ভোটার সংগ্রহে বাড়ি বাড়ি যাবে ইসি
- সিরিয়ার বিভিন্ন শহর দখলে এগিয়ে চলা কারা এই হায়াত আল–শাম?
- আকরাম হত্যা মামলা: কারাগারে সাবেক সংসদ সদস্য সাফিয়া
- ভালোবাসার বার্তা দিলেন ব্রিটিশ রাজবধূ কেট
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
কিংবদন্তির গল্প
অসুস্থতাই এখন সঙ্গী যার
আলাউদ্দীন মাজিদ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পতনের পর দলে দলে সংখ্যালঘু ভারতে পালানোর তথ্য সঠিক নয়: দ্য হিন্দু
৩ ঘন্টা আগে | পূর্ব-পশ্চিম
মা অসুস্থ-বাবা কারাগারে, সেই দুঃসময়ের স্মৃতিচারণ করলেন মির্জা ফখরুলের মেয়ে
৩ ঘন্টা আগে | ফেসবুক কর্নার