প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আগামী ৮ ডিসেম্বর আয়োজিত রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি নামের একটি ইভেন্ট। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে গান পরিবেশন করতে যাচ্ছেন সংগীতশিল্পী কাজল আরিফ। অনুষ্ঠানটিতে কাজল আরিফ ছাড়াও গান পরিবেশন করবেন পুলক অধিকারী ও আসিয়া ইসলাম দোলা। আরও থাকবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, আশনা হাবিব ভাবনা, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী। এ অন্ষ্ঠুানের প্রধান আকর্ষণ ঢালিউড সুপারস্টার শাকিব খান।