চলচ্চিত্র প্রদর্শক সমিতির উদ্যোগে গঠিত সিনেমা রিলিজ ও প্রদর্শন কমিটি আজ সিনেমা বুকিং এজেন্ট সমিতির সঙ্গে এক সভায় মিলিত হবে। এতে রিলিজ কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে জানিয়ে প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, এ আলোচনা যাতে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিপূর্ণ হয় এবং চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, পরিবেশক কেউই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে। আজ বিকাল ৫টায় রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরিতে এ সভার আয়োজন করা হয়েছে।