জনপ্রিয় গানের দল জলের গান থেকে বেরিয়ে গিয়েছিলেন এর অন্যতম ভোকাল কনক আদিত্য। সম্প্রতি আবারও দলে যুক্ত হয়েছেন এ শিল্পী। অন্যদিকে দলের প্রধান রাহুল আনন্দ দল থেকে সাময়িক বিরতি নিয়েছেন। সম্প্রতি দলের দুটি পরিবেশনায় দেখা যায়নি রাহুল আনন্দকে। শনিবার ছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সে অনুষ্ঠানের শুরুতেই ছিল জলের গানের পরিবেশনা। এদিন মঞ্চে পাওয়া যায় নতুন এক জলের গানকে। দলে অনিয়মিত হয়ে পড়া সদস্যদেরও কেউ কেউ এ অনুষ্ঠানের পরিবেশনায় ছিলেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশনায় ছিলেন কনক আদিত্য, মল্লিক ঐশ্বর্য, ইন্নিমা রশ্মি, রানা সারোয়ার, সূত্রধর অর্জুন প্রমুখ।