‘কোমল ধানের শীষে, দুঃখরা যায় মিশে’। অভিনেত্রী নাজিফা তুষির ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা এক ছবির ক্যাপশন। সাদা-কালো ওই ছবিতে শুভ্রতা ছড়াচ্ছেন অভিনেত্রী। কিন্তু ধানখেত থেকে এ কি বার্তা দিলেন ‘হাওয়া’ তারকা। ‘হাওয়া’র সুবাদে বেড়েছে তুষির অনুরাগী, ফেসবুক-ইনস্টাগ্রামে বেড়েছে অনুসারী। তাঁকে এখন সেখানেই বেশি পাওয়া যায়। নানা রূপে তুষিকে চষে বেড়াতে দেখা যায় অরণ্য, সাগর আর সুসজ্জিত গৃহকোণে। ২০২২ সালে মুক্তির পর দেশ ও দেশের বাইরে ‘হাওয়া’ ছবিটি বেশ প্রশংসা কুড়ায়। ব্যবসায়িক সফলতাও পায়। ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাজিফা তুষিও। ‘হাওয়া’ মুক্তির দুই বছর পর সুমনের সিনেমায় আবার দেখা যাবে নাজিফা তুষিকে। এরই মধ্যে নতুন ছবির শুটিং শেষ করেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ধানের শীষে দুঃখ মিলিয়ে দেওয়ার যে বার্তা, তার ভিন্ন কোনো ইশারা থাকতেই পারে। কিংবা ভালোবাসার মানুষকে কোমল ধানের শীষ নাম দিয়ে থাকতে পারেন এ অভিনেত্রী। গোপন প্রেম তিনি গোপন রেখেই এগিয়ে নিতে চান ক্যারিয়ার।