অভিনেতা তৌসিফ মাহবুব। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ও ভিকি জাহেদ পরিচালিত ক্যাপিটাল ড্রামার নাটক ‘খোয়াবনামা’। তার এই কাজটির পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রয়েছে। আগামী ২৮ আগস্ট এই কনটেন্টটি মুক্তি পাবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে। অন্যদিকে জানা যায়, ১৩ সেপ্টেম্বর তিনি একটি পাঁচতারকা হোটেলে স্টেপ ফুটওয়্যারের একটি গেট টুগেদার প্রোগ্রামেও অংশ নেবেন। এদিকে নিজেকে শেখার মধ্যে রেখেছেন বলে মন্তব্য করে বলেন, ‘আমি শাকিব খানের কাছ থেকে অনেক কিছু শিখি। কীভাবে এত বছর পরও কাজের প্রতি সমান ডেডিকেশন ধরে রাখা যায়, নিজেকে বারবার ভেঙে গড়া যায়। আমি নিশো ভাইয়ের কাছ থেকে শিখি কীভাবে একটি চরিত্র ফুটিয়ে তোলার জন্য মনোনিবেশ করতে হয়। আমি আমার বন্ধু সিয়ামের কাছ থেকে শিখি কীভাবে শত প্রতিকূলতা পেরিয়েও নিজেকে ঠান্ডা রেখে ধৈর্য ধরে সফলতা ছিনিয়ে আনা যায়। এমনকি আমি নতুনদের থেকেও প্রতিনিয়ত শিখি। আমি যদি মনে করি আমি অনেক সিনিয়র হয়ে গেছি, আমি ওদের থেকে বেশি বুঝি তাহলে কিন্তু আমার নতুন কিছু প্রকাশ করার ক্ষমতা শেষ হয়ে যাবে। এজন্য নতুনদের দেখি, তাদের ফ্রেশনেস থেকেও কিছু শেখার চেষ্টা করি।’