নিশোর পছন্দের আসর রাস্তার ‘টং’ (চায়ের দোকান)। তার কাছে আর পাঁচজন সাধারণ মানুষের মতো চায়ের অর্ডার দেওয়াটাও ভীষণ স্পেশাল, ‘চাচা, কাঁচা পাতি মাইরা, চিনি ছাড়া কনডেন্সড মিল্ক দিয়ে চা দাও।’ রাস্তার ধারে কোনোরকমে দাঁড়িয়ে থাকা ছোট্ট দোকানের চায়ের কাপ কতটা ময়লা, এসব একেবারেই ভাবেন না নিশো। বরং গরম পানি দিয়ে একবার ধুয়ে দিলেই হলো- জানালেন অভিনেতা। এ ছাড়াও শুটিং না থাকলে হুট করে বেরিয়ে পড়া নিশোর স্বভাব। ঘাসের ওপর হাঁটা, হঠাৎ খালে-বিলে নেমে গোসল করা, বাস থেকে শুরু করে সাধারণ যাত্রীবাহী পরিসেবায় চেপে ঘোরাঘুরি, এসব তার কাছে অভিনয়ের প্রস্তুতিরই অংশ। নিশোর কথায়, ‘শীততাপ কামরায় দিনের বেশির ভাগ সময় থাকি, কিন্তু রোদের উষ্ণতা শরীরে না ছোঁয়ালে অভিজ্ঞতা বাড়বে না। মানুষ ভুলে গেছে আকাশ দেখা, বাতাস অনুভব করা। আমি অন্তত সেইসব না ভোলার চেষ্টা করি।’ এ ছাড়াও বাইক চালানোর অদ্ভুত এক পরীক্ষা করেন এই জনপ্রিয় অভিনেতা। নিশো পছন্দ করেন বড়সড় বাইক। তীব্র গরমেও বাইক নিয়ে বের হন, এমনকি জ্যামে বাইক গরম হয়ে বন্ধ হয়ে যাবে, এ আশঙ্কায় বন্ধুবান্ধবকে তিনি এ বিষয়টি আগেভাগেই জানিয়ে রাখেন। তার পরীক্ষা, নিজের শরীর কতটা চাপ নিতে পারে আর তিনি কতটা বিরক্ত হন।