বর্তমান ব্যস্ততা নিয়ে বলুন।
ছোট পর্দায় গান ও নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছি, রিয়েলিটি শো ও শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠনের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছি। বিদেশে প্রবাসীদের আমন্ত্রণে গান পরিবেশনে যাচ্ছি। এভাবেই ব্যস্ত সময় পার করছি।
বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানগুলোতে শিল্পীদের সম্মানী কম দেওয়ার অভিযোগ রয়েছে। আপনি এক মত?
না, টাকাটা সব সময় মুখ্য নয়, সম্মানটিই বড় কথা। অনেকে টাকাকেই বড় করে দেখে। আমিও জানি টাকা ছাড়া জীবন চলে না। তারপরেও বলব, সবসময় টাকা দিয়ে সব কিছুর পরিমাপ চলে না। তা ছাড়া বেসরকারি টিভি চ্যানেলগুলো বিটিভির তুলনায় সম্মানী বেশি দেয়। তাই এ বিষয়ে কারও আক্ষেপ থাকার কথা নয়।
চলচ্চিত্রের গানে আপনাকে আগের মতো পাওয়া যায় না কেন?
এখন আগের মতো চলচ্চিত্র হচ্ছে কোথায়। বছরে হাতেগোনা কয়েকটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, এর মধ্যে আবার টিভি চ্যানেল বেশির ভাগ চলচ্চিত্র নির্মাণ করছে। আর যারা এখন নির্মাণে আসছে তাদের বেশির ভাগই নতুন। তারা নতুনদের নিয়েই কাজ করছে। আমার মতো সিনিয়র শিল্পীদের সঙ্গে তারা তেমন একটা যোগাযোগও করে না। তা ছাড়া বয়সের ব্যাপারটাও তো অস্বীকার করা যাবে না। তবুও বলব, আমি ভাগ্যবান। কারণ গান নিয়ে এখনো ব্যস্ত সময় পার করছি। গত বছর 'সোনার কপাল' শিরোনামের একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। তা ছাড়া ছোট পর্দাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত ডাক পাচ্ছি। তাই কোনো বিষয়েই আমার কোনো আক্ষেপ বা অভিযোগ নেই।
প্রায় শিল্পীর প্রতিই সরকারের অবহেলা থাকে, তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না, এ বিষয়ে কি বলবেন?
আসলে দর্শক গ্রহণযোগ্যতাই হচ্ছে একজন শিল্পীর জন্য বড় পুরস্কার। তারপরও বলব, শিল্পীদের প্রতি সরকারেরও অনেক দায়িত্ব রয়েছে। দুঃখজনক হলেও সত্যি, সরকার এ ব্যাপারে প্রায় উদাসীন। অনেক সময় দেখা যায় মৃত্যুর পর মরণোত্তর পুরস্কার, আলোচনা ও শোকসভা নিয়ে সরকার ব্যস্ত হয়ে পড়ে। আমার অনুরোধ, আমার মৃত্যুর পর যেন সরকার আমাকে মরণোত্তর পুরস্কার না দেয়। কারণ বেঁচে থাকতে কাজের স্বীকৃতি নিজ চোখে দেখে যেতে না পারলে মৃত্যুর পরে পেয়ে লাভ কি?
অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে?
মোটেও না, কারণ ওই মাপের গীতিকার, সুরকার কিংবা স্পন্সর কোথায় পাব। গানের ব্যবসার দুর্দিনে নিজের গাঁটের পয়সা খরচ করে শখের জন্য লোকসান গোনার সামর্থ্য সবার থাকে না, আমারও নেই।
নতুন শিল্পীদের সম্পর্কে বলুন-
নতুনদের মধ্যে অনেকের গানই আমার ভালোলাগে। তবে তরুণদের কাছে আমার অনুরোধ, ওরা যেন সফটওয়্যারনির্ভর হয়ে না পড়ে। ওদের মেধা আছে। ওরাই আমাদের সংগীতের পুরনো ঐতিহ্যকে ধারণ করে বিশ্বে বাংলা গানকে পরিচয় করিয়ে দেবে। এই প্রত্যাশা তাদের কাছে আমার।
* আলাউদ্দীন মাজিদ