'বয়স যখন ২১', 'কারো কোনো নীতি নাই', 'আমার বউ সব জানে'সহ অনেক নাটকে মিডিয়ার নতুন মুখ নিয়ে কাজ
করেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। এবারও তিনি এনটিভির জন্য নতুন একটি ধারাবাহিকে এক ঝাঁক নতুন মুখ নিয়ে কাজ শুরু করেছেন। তার নিজের রচনা ও পরিচালনায় এ নাটকের নাম 'চলো হারিয়ে যাই'। এরই মধ্যে উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাঈম, মিশু সাবি্বর, হাসান আজাদ, সানজু, সাজ্জাদ, জুয়েল, ভাবনা, তৃণ, লিমি, রিফাত প্রমুখ। নাটকটি নিয়ে মান্নু বলেন, 'নতুনদের নিয়ে আগেও কাজ করেছি, এখনো করছি। এ নাটকে অনেকেই র্যাম্প মডেলিং থেকে আসা। নতুন ও পুরাতন শিল্পী নিয়ে কাজ শুরু করেছি। আর এ নাটকের গল্পটা হলো সমাজের উচ্চবিত্ত শ্রেণীর ছেলেমেয়েদের গল্প। যাদের পরিবারে কোনো কিছুর অভাব নেই। কিন্তু আছে হতাশা।'